BN/740128 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“ভক্তিমূলক সেবাকে বৃদ্ধি করার জন্য ছয়টি নীতি রয়েছে। তার মধ্যে প্রথম নীতিটি হলো উৎসাহাত্। উৎসাহাত্ অর্থ—উৎসাহ। মানুষকে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে—‘এই জীবনে আমি বিড়াল-কুকুরের মতো মরে যাব না। এই জীবনে আমি এমনভাবে জীবন যাপন করব, যাতে মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণের কাছে যেতে পারি।’ শাস্ত্রে বলা হয়েছে— ‘ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি’ (ভগবদ্‌গীতা ৪.৯)। সাধারণত জীবাত্মার নানা প্রকার জন্মান্তর ঘটে—বিভিন্ন বিভিন্ন জীবনে। কিন্তু যে ব্যক্তি তার ভক্তিজীবন সম্পূর্ণভাবে সিদ্ধ করেছে, সে মৃত্যুর পরপরই সরাসরি কৃষ্ণের কাছে যায়— ‘ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি।’ সুতরাং এই জীবনে এই দৃঢ় সংকল্পই হলো মূল কথা। এটাই উৎসাহাত্, অর্থাৎ উৎসাহ। আমাদের ভীষণভাবে উদ্দীপ্ত হওয়া উচিত—‘ওহ, আমি আধ্যাত্মিক জগতে কৃষ্ণের কাছে যাচ্ছি!’ এই অনুভূতির গভীরতা কতটা হওয়া উচিত! এই উদ্দীপনাই হলো—উৎসাহাত্।”
740128 - প্রবচন Initiation - হনলুলু