BN/740123 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদি কেউ সত্যিই কৃষ্ণভাবনামৃত হয়, তবে এই সমস্ত গুণ তার ব্যক্তিত্বে প্রকাশ পাবে। ‘যস্যাস্তি ভক্তির্ ভগবত্যকিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরাঃ’ (শ্রীমদ্ভাগবত ৫.১৮.১২)। এইটাই পরীক্ষা। যদি কেউ কৃষ্ণভাবনামৃতিতে সত্যিই অগ্রসর হয়, তবে তার মধ্যে কোনো দোষ খুঁজে পাওয়া যাবে না। এটাই কৃষ্ণভাবনামৃত। ‘যস্যাস্তি ভক্তির্ ভগবত্যকিঞ্চনা’—যার পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অবিচল বিশ্বাস ও ভক্তি রয়েছে— ‘সর্বৈর্গুণৈঃ’—তার মধ্যে সমস্ত সৎ গুণ বিদ্যমান থাকে। এই সৎ গুণগুলো এখানে উল্লেখ করা হয়েছে—সত্যং, শৌচম্, শমঃ, দমঃ, সন্তোষঃ, আর্জবম্, সাম্যম্—এইভাবে বৈষ্ণবের ছাব্বিশটি সৎ গুণ থাকে। এই গুণগুলো তখন স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়। তখন আমরা বুঝতে পারি—‘ওহ, এখানে সত্যিই একজন শুদ্ধ ভক্ত আছেন।
740123 - প্রবচন SB 01.16.26-30 - হনলুলু