BN/740121 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “যদি আমরা সত্যিই সুখী হতে চাই, তবে আমাদের পশুর মতো জীবনযাপন করা উচিত নয়—কোনো বিধিনিষেধ ছাড়া, কোনো নিয়ম ছাড়া। এমনকি তোমাদের রাষ্ট্রব্যবস্থাতেও, সঠিকভাবে দেশ পরিচালনার জন্য কত আইন আছে। তুমি রাস্তায় বেরোলেই দেখবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় আইন—‘ডান দিকে চল।’ শৃঙ্খলা অবশ্যই থাকতে হবে। সেটাই ধর্ম—শৃঙ্খলা, রাষ্ট্রের আইন মেনে চলা। শৃঙ্খলা থাকতে হবে। ঠিক তেমনি, নিজেকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে হলে অবশ্যই শৃঙ্খলা পালন করতে হবে। শৃঙ্খলা ছাড়া এটা সম্ভব নয়।
‘আদৌ গুর্বাশ্রয়ম্’—সেই জন্যই রূপ গোস্বামী তাঁর ভক্তিরসামৃতসিন্ধু-তে বলেছেন যে, শৃঙ্খলা মানে—যে শৃঙ্খলা পালন করে, তাকেই শিষ্য বলা হয়। সবাই জানে—শিষ্য মানে সেই ব্যক্তি, যে শৃঙ্খলা মেনে চলে। যদি কেউ শৃঙ্খলা পালন না করে, তবে সে শিষ্য নয়। আর যে শিষ্য নয়, তার জীবন বিশৃঙ্খল। সে সুখী হতে পারে না। এই কারণেই বেদ বলে—‘তোমাকে অবশ্যই একজন যথার্থ, যোগ্য গুরু গ্রহণ করতে হবে এবং তাঁর নির্দেশে শৃঙ্খলাবদ্ধ হতে হবে।’ তখনই তুমি উচ্চতর জ্ঞান জানতে পারবে, জীবনের প্রকৃত প্রয়োজন বুঝতে পারবে, এবং এইভাবে তুমি সুখী হতে পারবে।” |
| 740121 - প্রবচন SB 01.16.25-30 - হনলুলু |