BN/740120 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“আমরা সম্পূর্ণভাবে সময়ের নিয়ন্ত্রণের অধীনে আছি। ‘কালেন সর্বত্র গভীর-রংহসা’—এখানে তা ব্যাখ্যা করা হয়েছে। ‘কালেন বা তে বলিনাং বলীয়সা’—সময় অত্যন্ত, অত্যন্ত শক্তিশালী। এমন কোনো শক্তি নেই—তোমাদের তথাকথিত বৈজ্ঞানিক শক্তিও নয়—যার দ্বারা সময়ের প্রভাবের বিরুদ্ধে সংগ্রাম করা যায়। সেটা সম্ভব নয়। সুতরাং সময় বাঁচাও, সময় বাঁচাও। আর সময় বাঁচানোর আরেকটি উপায় হলো—হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাহলে সময় নষ্ট হয় না। সময় নষ্ট হয় না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কৃষ্ণ-বই পড়ো। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়—তুমি যদি কৃষ্ণের কথা চিন্তা করো, কৃষ্ণের জন্য কাজ করো, কৃষ্ণের জন্য জপ করো, কৃষ্ণের জন্য খাও, কৃষ্ণের জন্য নৃত্য করো—সেই সময় রক্ষা হয়। সেই সময় সঞ্চিত হয়। এই কারণেই সুপারিশ করা হয়েছে—

‘হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম্ কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব…’ (চৈতন্য-চরিতামৃত, আদি ১৭.২১)। অন্যথায়, যোগাভ্যাসের মাধ্যমে—তা সম্ভব নয়। কতজন মানুষই বা সত্যিকারের যোগ অনুশীলন করতে পারে? সবই একপ্রকার প্রহসন। কিন্তু এটা সম্ভব। এমনকি একটি শিশুও অংশ নিতে পারে—হরে কৃষ্ণ মহামন্ত্র জপে।”

740120 - প্রবচন SB 01.16.24 - হনলুলু