BN/740119 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “কৃষ্ণ আধ্যাত্মিক আকাশে বাস করেন—এই জরজগতের আকাশের ঊর্ধ্বে, অত্যন্ত উচ্চে। আর কৃষ্ণলোক, অর্থাৎ কৃষ্ণের গ্রহ, আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ গ্রহ। ব্রহ্মসংহিতায় তা বলা হয়েছে— ‘গোলোক-নাম্নি নিজ-ধাম্নি তলে চ তস্য’ (ব্রহ্মসংহিতা ৫.৪৩)। সর্বোচ্চ গ্রহ হলো গোলোক—গোলোক বৃন্দাবন লোক। তোমরা তার চিত্র দেখেছ—পদ্মফুলের মতো। সুতরাং ‘গোলোক-নাম্নি নিজ-ধাম্নি’—অর্থাৎ ‘এটাই তাঁর ব্যক্তিগত আবাস’।
‘তলে চ তস্য’—অর্থাৎ ‘তার নিচে’। ‘গোলোক-নাম্নি নিজ-ধাম্নি তলে চ তস্য দেবী-মহেশ-হরি-ধামাসু’— গোলোকের নিচে রয়েছে দেবী-ধাম, মহেশ-ধাম ও হরি-ধাম। দেবী—এই ব্রহ্মাণ্ড, এই বস্তুজগৎ—এটাকেই বলা হয় দেবী-ধাম। দেবী-ধাম মানে প্রকৃতি-মাতার তত্ত্বাবধান বা অধীনে থাকা স্থান। এই বস্তুজগৎ প্রকৃতি-মাতার অধীনে—এই জন্যই একে বলা হয় দেবী-ধাম, অর্থাৎ বস্তুপ্রকৃতি।” |
| 740119 - প্রবচন SB 01.16.23 - হনলুলু |