BN/740117 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “কৃষ্ণভাবনামৃত মানেই ঈশ্বরভাবনা। মানবজীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বরকে উপলব্ধি করা। সুতরাং প্রতিটি ধর্মীয় ব্যবস্থার উদ্দেশ্য হলো ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেওয়া। এটাই সেই ব্যবস্থা। তুমি খ্রিস্টান ধর্ম নাও, হিন্দু ধর্ম নাও বা মুসলিম ধর্ম নাও—মূল ভাবটা একই: ঈশ্বরকে বোঝা। তাই কোন ধর্ম গ্রহণ করছো, তা বড় কথা নয়। যদি তুমি বুঝতে পারো ঈশ্বর কে, এবং ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক কী—তাহলেই তুমি সম্পূর্ণ।” |
| 740117 - প্রবচন SB 01.16.21 - হনলুলু |