| “সনাতন-ধর্মের অর্থ চিরন্তন—চিরন্তন ধর্ম। মানুষের ধর্ম একটাই, সেটাই সনাতন। জীবসত্তাকেও শাস্ত্রে সনাতন বলা হয়েছে। ‘মমৈবাংশো জীবভূতঃ জীবলোকে সনাতনঃ’ (ভগবদ্গীতা ১৫.৭)। ভগবদ্গীতায় তুমি সনাতন শব্দটি পাবে, আর একাদশ অধ্যায়ে কৃষ্ণকেও সম্বোধন করা হয়েছে—‘সনাতনস্ ত্বম্’ বলে। আর আরেকটি স্থান আছে—আধ্যাত্মিক জগৎ—যেটাকেও সনাতন বলা হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে— ‘পরস্তস্মাত্তু ভাবোহন্যোহব্যক্তোহব্যক্তাৎ সনাতনঃ’ (ভগবদ্গীতা ৮.২০) সুতরাং এই সনাতন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীব সনাতন, ঈশ্বর সনাতন, আধ্যাত্মিক জগৎও সনাতন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার ঈশ্বরের সঙ্গে হারানো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং তুমি ঘরে ফিরে যাও—ভগবদ্ধামে ফিরে যাও—সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সনাতন-ধর্ম। সনাতন-ধর্ম—এইটাই আমাদের ঈশ্বরের সঙ্গে চিরন্তন সম্পর্ক।”
|