BN/740111b - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“যদি তুমি তোমার সন্তানদের কৃষ্ণভাবনামৃত করার জন্য ভালোবাসো, তাহলে সেটাই কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণ চান— ‘সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ’ (ভগবদ্‌গীতা ১৮.৬৬) তাহলে আমাদের এই আন্দোলনের অর্থ কী? আমি কেন তোমাদের দেশে এসেছি? তোমাদের কৃষ্ণভাবনামৃত করার জন্যই। সুতরাং এর মধ্যেই কৃষ্ণপ্রেম আছে। নইলে বলো তো—আমার কী কাজ আছে এখানে? আমার তো কোনো ব্যক্তিগত কাজ নেই। আমি কৃষ্ণকে ভালোবাসি বলেই চাই—এই জগতের সবাই কৃষ্ণভাবনামৃত হোক। নইলে এই বৃদ্ধ বয়সে এত চেষ্টা কেন করব ঠিক তেমনিভাবে, যদি তুমি তোমার সন্তানদের কৃষ্ণভাবনামৃত করার জন্য ভালোবাসো, তাহলে শত শত সন্তান জন্ম দাও এবং তাদের কৃষ্ণভাবনামৃত করো। সেটাই কৃষ্ণপ্রেম। কিন্তু যদি তুমি তাদের বিড়াল-কুকুরের মতো বানাও, তাহলে একটি সন্তান জন্ম দেওয়াও পাপকর্ম। সেটাও পাপ। কিন্তু যদি তুমি তাদের কৃষ্ণভাবনামৃত করতে পারো, তাহলে শত শত সন্তান জন্ম দাও। সেটাই কৃষ্ণের প্রতি ভালোবাসা। ভাগবত বলে— ‘পিতা ন স স্যাৎ জননী ন সা স্যাৎ’— ‘কেউ পিতা হওয়া উচিত নয়, কেউ মাতা হওয়া উচিত নয়…’ ‘ন মোচয়েদ্ যঃ সমুপেত-মৃত্যুম্’ (শ্রীমদ্ভাগবত ৫.৫.১৮)— ‘…যদি না সে সন্তানদের আসন্ন মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে না পারে।’ এইটাই শর্ত।”
740111 - প্রাতঃ ভ্রমণ - লস্‌ এঞ্জেলেস্‌