BN/740108 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“সুতরাং একজন ভক্তের নিজের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না। এটাই কৃষ্ণভাবনামৃতের প্রক্রিয়া। ‘এবং পরম্পরাপ্রাপ্তমিমং রাজর্ষয়ো বিদুঃ’ (ভগবদ্‌গীতা ৪.২)। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কৃষ্ণের আদেশ অনুযায়ী—শিষ্যপরম্পরার মাধ্যমে, মধ্যস্থ হিসেবে আধ্যাত্মিক গুরুর দ্বারা। এটাই প্রয়োজন। একজন ভক্ত নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। যদি কেউ বলে, ‘আমরা তো কৃষ্ণকে সরাসরি দেখতে পারি না,’ তাহলে তোমাকে কৃষ্ণের প্রতিনিধির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। যদি তোমার আধ্যাত্মিক গুরু বলেন, ‘তুমি এটা করো,’ সেটাই কৃষ্ণের আদেশ। সেটাই কৃষ্ণের নির্দেশ। এই কারণেই বলা হয়েছে— ‘যস্য প্রসাদাদ্ ভগবৎ-প্রসাদঃ’— আধ্যাত্মিক গুরুকে সন্তুষ্ট করলে পরম পুরুষোত্তম ভগবানকেই সন্তুষ্ট করা হয়।”
740108 - প্রবচন SB 01.16.11 - লস্‌ এঞ্জেলেস্‌