BN/740107 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“এই মূর্খ লোকেরা জানে না যে তাদের নিজের প্রকৃত স্বার্থই হলো কৃষ্ণ। এটুকুই তারা জানে না—এই জন্যই তারা মূর্খ। আর কৃষ্ণ নিজেই তা বলেছেন। আমরা এই শব্দ বানাইনি। কৃষ্ণ বলেন— ‘ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ’ (ভগবদ্‌গীতা ৭.১৫)। কৃষ্ণ সবাইকে আহ্বান করছেন—‘দয়া করে আমার শরণ নাও। এই সমস্ত অর্থহীন কর্মব্যস্ততা ত্যাগ করো।’ এটাই জীবের প্রকৃত স্বার্থ। তুমি কৃষ্ণের শরণ নাও বা না নাও—তাতে কৃষ্ণের কী লাভ বা ক্ষতি? তাঁর অসংখ্য সেবক আছেন। তিনি ইচ্ছা করলে নিজেই সেবক সৃষ্টি করতে পারেন। তাঁর তোমার সেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি কৃষ্ণের শরণ নাও এবং তাঁর সেবা করো—তাহলেই তা তোমার নিজের স্বার্থ। সেটাই তোমার স্বার্থ। এই কথাটাই তারা জানে না।”
740107 - প্রবচন SB 01.16.10 - লস্‌ এঞ্জেলেস্‌