BN/740105 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“যমরাজ একজন মহান ভক্ত—একজন বৈষ্ণব। আমাদের যমরাজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভক্ত, তাদের সম্পর্কে যমরাজ নিজেই বলেন—‘আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আমি তাদের প্রণাম করি।’ তিনি তাঁর দূতদের উপদেশ দিয়েছেন—‘আমার ভক্তদের কাছে যেয়ো না। তারা আমার দ্বারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তোমরা তাদের কাছে যাও, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে অনিচ্ছুক। তাদেরই এখানে নিয়ে এসো বিচারের জন্য।’ খ্রিস্টানরাও বিশ্বাস করে—‘বিচারের দিন’ আছে। সেই বিচার যমরাজই করেন। কিন্তু কারা যমরাজের দরবারে বিচারের জন্য যায়? অপরাধীরা—যারা ভক্ত নয়, যারা কৃষ্ণভাবনামৃত নয়—তারাই যমরাজের সভায় যায়। সুতরাং অন্যভাবে বললে, যমরাজের কর্তব্যই হলো দেখা—যেন সবাই কৃষ্ণভাবনামৃত হয়ে ওঠে।”
740105 - প্রবচন SB 01.16.08 - লস্‌ এঞ্জেলেস্‌