BN/740104 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “কৃষ্ণের পবিত্র নাম—নারায়ণ… পরম পুরুষোত্তম ভগবানের শত শত, হাজার হাজার নাম রয়েছে। সুতরাং তুমি যে কোনো নাম জপ করো না কেন, তার ফল অবশ্যই পাবে। এটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা।
‘নাম্নাম্ আকারি বহুধা নিজ-সর্বশক্তিস্ তত্রার্পিতা নিয়মিতঃ স্মরণে ন কালঃ’ (শিক্ষাষ্টক ২) পরম পুরুষোত্তম ভগবান এবং তাঁর নাম—এই দু’টি অভিন্ন। এটাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। আমরা যদি কৃষ্ণের পবিত্র নাম জপ করি, তবে সেই কৃষ্ণ—পরম পুরুষ—ভিন্ন নন। এটাই কৃষ্ণের অদ্বৈত তত্ত্ব। কৃষ্ণ এবং এখানে কৃষ্ণের রূপ—এই দু’টির মধ্যে কোনো ভেদ নেই। কৃষ্ণের রূপও তোমাকে সেই একই ফল দিতে পারে, যেমনটি তিনি স্বয়ং উপস্থিত থেকে দিতে পারেন। এটাই কৃষ্ণের অদ্বৈত স্বভাব।” |
| 740104 - প্রবচন SB 01.16.07 - লস্ এঞ্জেলেস্ |