BN/730707 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “সুতরাং কৃষ্ণভাবনামৃত আন্দোলন ঈর্ষাপরায়ণ লোকদের জন্য নয়। এটি এমন একটি আন্দোলন, যার উদ্দেশ্য মানুষকে প্রশিক্ষণ দেওয়া—কীভাবে ঈর্ষামুক্ত হওয়া যায়। এটি একটি অত্যন্ত প্রথম শ্রেণির, বৈজ্ঞানিক আন্দোলন—ঈর্ষামুক্ত হওয়ার জন্য। এই কারণেই শ্রীমদ্ভাগবত শুরুতেই ঘোষণা করেছে—
‘ধর্মঃ প্রযোজিত কৈতবহোএ ’ (শ্রীমদ্ভাগবত ১.১.২)। এই শ্রীমদ্ভাগবতে সমস্ত কপট ধর্ম—প্রতারক ধর্মনীতি—সম্পূর্ণরূপে পরিত্যক্ত, ছুঁড়ে ফেলা হয়েছে। প্রযোজিত—অর্থাৎ লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। যেমন, ঘর ঝাঁর দিয়ে সব ময়লা এক জায়গায় জড়ো করে বাইরে ছুঁড়ে ফেলা হয়—ঘরের ভেতরে রেখে দেওয়া হয় না। ঠিক তেমনি, কপট ধর্মীয় ব্যবস্থা—লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। এটা এমন কোনো ধর্ম নয়—‘এই ধর্ম’, ‘ওই ধর্ম’। যে কোনো ধর্মব্যবস্থার মধ্যেই যদি ঈর্ষা থাকে, তবে সেটি ধর্ম নয়।” |
| 730707 - প্রবচন BG 01.01 - লন্ডন |