BN/730109 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “যেমন আকাশের তারা। হাজার হাজার, লক্ষ লক্ষ তারা থাকলেও তারা কিছুই করতে পারে না। কিন্তু একটি চাঁদই যথেষ্ট। ‘একশ্চন্দ্রঃ তমো হন্তি ন চ তারা সহস্রশঃ’ (চাণক্য পণ্ডিত)। সুতরাং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের ক্ষেত্রে এমন নয় যে সবাইকে অনুসারী হতে হবে। সেটা সম্ভবও নয়, কারণ এটি খুব সহজ বিষয় নয়। কিন্তু তবুও, যদি একজন অনুসারীও থাকে—একজন আন্তরিক অনুসারী—তাহলেই এই আন্দোলন চলতে থাকবে। চলতেই থাকবে। একে কেউ থামাতে পারবে না।” |
| 730109 - প্রবচন NOD - বোম্বে |