| “আমরা দেখেছি—গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে। গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে সেই পাতাটি ধীরে ধীরে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। ঠিক তেমনি, কেউ যখন কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার জীবনও তেমনই হয়ে যায়—ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, ধীরে ধীরে শুকিয়ে যায়। এটাই অবস্থান। সুতরাং আমরা চেষ্টা করছি আবার সেই ঝরে পড়া পাতাটিকে গাছের সঙ্গে যুক্ত করতে—মানে বলতে চাই, সেই পাতাকে আবার গাছের সঙ্গে সংযোগ করাতে। বস্তুগতভাবে এটা সম্ভব নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে এটা সম্ভব।অতএব, কেউ যখন আবার কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়, তখন তার জীবন পুনরুজ্জীবিত হয়ে ওঠে। বিদ্যুতের মতো—যেমন সুইচ বন্ধ থাকলে কোনো শক্তি থাকে না, আর সুইচ অন করলেই আবার শক্তি ফিরে আসে। এই সুইচ অন করার প্রক্রিয়াটাই হলো এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন।”
|