BN/720501 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“জিবিসি সদস্য বলতে বোঝায়—তাঁরা এই বিষয়টি নিশ্চিত করবেন যে প্রতিটি মন্দিরে এই বইগুলো খুব মনোযোগসহকারে পড়া হচ্ছে, আলোচনা করা হচ্ছে, বোঝা হচ্ছে এবং বাস্তব জীবনে প্রয়োগ করা হচ্ছে। এটাই প্রয়োজন। শুধু ভাউচার দেখা নয়—‘কতগুলো বই বিক্রি হয়েছে, আর স্টকে কতগুলো বই আছে।’ এটা গৌণ বিষয়। ভাউচার রাখা যেতে পারে… কিন্তু কেউ যদি কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, তাহলে ভাউচারের প্রয়োজন নেই। কারণ সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা করছে—এইটুকুই যথেষ্ট। সুতরাং আমাদের দেখতে হবে যে সবকিছু খুব সুন্দরভাবে চলছে। সেই কারণে জিবিসি সদস্যদের উচিত কিছু অঞ্চল ভাগ করে নেওয়া এবং ভালোভাবে দেখা—সবকিছু ঠিকঠাক চলছে কি না; তারা ষোল রাউন্ড জপ করছে কি না; মন্দির ব্যবস্থাপনা নির্ধারিত দৈনন্দিন রুটিন অনুযায়ী চলছে কি না; এবং বইগুলো গভীরভাবে আলোচনা করা হচ্ছে, পড়া হচ্ছে ও ব্যবহারিকভাবে বোঝা হচ্ছে কি না। এই বিষয়গুলোই প্রয়োজন।”
720501 - প্রবচন SB 02.09.02-3 - টোকিও