BN/720403 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিডনি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“সারা পৃথিবীজুড়ে এত অশান্তি ও সমস্যা রয়েছে, কারণ আমরা নিজেদের এই দেহ ভেবে নিয়েছি —যা আসলে শুধু একটি শার্ট আর কোটের মতো। ধরো আমরা এখানে বসে আছি—অনেক ভদ্রমহিলা ও ভদ্রলোক—এবং যদি আমরা কেবল আমাদের পোশাকের ভিত্তিতে ঝগড়া করি যে, ‘ওহ, তুমি এই রকম পোশাক পরেছ, আমি অন্য রকম পোশাক পরেছি, তাই তুমি আমার শত্রু’—এটা মোটেই কোনো ভালো যুক্তি নয়। কারণ আমি আলাদা পোশাক পরেছি বলে আমি তোমার শত্রু নই, আর তুমি আলাদা পোশাক পরেছ বলে তুমিও আমার শত্রু নও। কিন্তু ঠিক এই জিনিসটাই চলছে—ঠিক এই জিনিসটাই চলছে। ‘আমি আমেরিকান’, ‘আমি ভারতীয়’, ‘আমি চাইনিজ’, ‘আমি রাশিয়ান’, ‘আমি এটা’, ‘আমি ওটা’—এই সবের ওপর ভিত্তি করেই লড়াই চলছে। সুতরাং যদি তুমি কৃষ্ণভাবনায় আসো, তাহলে এই মূর্খামি চলে যাবে। যেমন, এই ছাত্রদেরই দেখো। তারা মনে করে না যে তারা ভারতীয়, আমেরিকান, আফ্রিকান বা অন্য কিছু। না। তারা ভাবছে—‘আমরা কৃষ্ণের সেবক।’ এই চিন্তাটাই প্রয়োজন।”
720403 - প্রবচন SB 01.02.05 - সিডনি