BN/720326 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“নারোত্তম দাস ঠাকুর একটি সুন্দর গান গেয়েছেন— ‘দেহ-স্মৃতি নাহি যাঁর সংসার-বন্ধন কাহাঁ তার’— অর্থাৎ, যিনি এই দেহগত ধারণা থেকে মুক্ত হয়েছেন, তিনি আর সংসারের বন্ধনে আবদ্ধ নন; তিনি ইতিমধ্যেই মুক্ত। দেহ-স্মৃতি নাহি যাঁর। এটা সম্ভব। এটা সত্যিই সম্ভব। এর একটি উদাহরণ দেওয়া হয়েছে—যেমন একটি নারকেল। নারকেল যখন কাঁচা থাকে, তখন ভেতরের সবকিছু লেগে থাকে; কিন্তু যখন তা শুকিয়ে যায়, তখন যদি তুমি নাড়াও, কড়্‌ কড়্‌ শব্দ শোনাবে। এর অর্থ হলো, নারকেলের ভেতরের অংশ খোলস থেকে আলাদা হয়ে গেছে—খোলস থেকে বিচ্ছিন্ন হয়েছে। এটা সম্ভব। ঠিক তেমনি, এই বস্তুগত দেহের মধ্যেই থেকেও, যদি কেউ ভক্তিযোগের নীতি অনুসরণ করে—বাসুদেবে ভগবতি, অর্থাৎ বাসুদেব কৃষ্ণের প্রতি ভক্তিযোগ, অন্য কিছুর প্রতি নয়— ‘বাসুদেবে ভগবতি ভক্তিযোগঃ প্রযোজিতঃ’— তাহলে ধীরে ধীরে সে আসক্তিহীন হয়ে যাবে।”
720326 - প্রবচন SB 01.02.06 - বোম্বে