BN/711111c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“এই আন্দোলন মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান তৈরিতে সাহায্য করছে। কারণ আমরা জীবনের সমস্যা সৃষ্টি করি ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে—যেমন একটি মূর্খ ব্যক্তি জানে না আইন কি। সে কিছু চুরি করে, এবং যখন তাকে আদালতে হাজির করা হয়, গ্রেফতার করা হয়, তখন সে বলতে পারে, ‘আমি জানতাম না চোরের শাস্তি আছে; আমি জানতাম না।’ অথবা চুরির মতো অপরাধ আইনের বিরুদ্ধে। তবে অজ্ঞতা কোনো কারণ হতে পারে না; ঠিক তেমনি, আমরা অজান্তে এতগুলো পাপাচরণ করে ক্রমশ শাস্তির যোগ্য হয়ে উঠছি—এটাই প্রকৃতির আইন।”
711111 - প্রবচন Pandal - দিল্লী