BN/711110d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“সুতরাং যদি আমরা জানতে চাই, যদি আমরা ভগবানকে বুঝতে চাই, তবে আমাদের তাঁর ভক্ত হতে হবে। ভক্ত অর্থ সেবক—বেতনভুক্ত সেবক নয়, স্নেহের দ্বারা সেবক। যেমন, এই ছেলেগুলো—ইউরোপীয়, আমেরিকান এবং কিছু ফিলিপাইনের ছেলেরা—ওরা আমাকে সেবা করার চেষ্টা করছে, কিন্তু ওরা বেতন দিয়ে সেবা করছে না; বরং স্নেহের দ্বারা সেবা করছে। যেমন, পিতা-মাতা সন্তানের সেবা করে। ছোট শিশু মলত্যাগ করছে, আর মা তা পরিষ্কার করছে। এর থেকে আমরা এটা বুঝি না যে মা ঝাড়ুদার হয়ে গেছে। মা তো মা-ই, কিন্তু স্নেহের কারণে তিনি সেবা করছেন ।ঠিক তেমনি, যখন আমরা স্নেহ, প্রেম দ্বারা ভগবানের সেবা করি, তখন ভগবান নিজেকে প্রকাশ করেন। অতঃ শ্রীকৃষ্ণ-নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈঃ (চৈতন্য-চরিতামৃত, মধ্য ১৭.১৩৬)।”
711110 - প্রবচন BG 04.01 - দিল্লী