| “সুতরাং মহাপ্রভু চৈতন্য এই কৃষ্ণ-সংকীর্তন প্রচার করেছিলেন, এবং তিনি প্রত্যেক ভারতবাসীকে আদেশ দিয়েছিলেন। প্রত্যেক ভারতীয়ের কর্তব্য এটি। আমরা ভারতীয় হয়ে এই পবিত্র ভারতভূমিতে জন্মগ্রহণ করার জন্য আমাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত। চৈতন্য মহাপ্রভু বলেন, ভারত–ভূমিতে হৈল মনুষ্য–জন্ম যার (চৈ।চ আদি ৯.৪১): ‘যে কেউই এই ভারত-বর্ষের পবিত্র ভূমিতে মানব জন্ম গ্রহণ করেছে,’ জন্ম সার্থক করি’—‘নিজের জীবনকে পরিপূর্ণ করো এবং এই জ্ঞান সারা বিশ্বে বিতরণ করো।’ জন্ম সার্থক করি’ কর পর–উপকার। পর-উপকার। ভারত বিশ্বের কল্যাণকর কাজ করার জন্যই সৃষ্টি, কিন্তু আমরা তা ভুলে গেছি। আমরা পাশ্চাত্য দেশ ও প্রযুক্তিকে অনুকরণ করার চেষ্টা করছি এবং আমাদের বৈদিক ভাণ্ডার, আমাদের চিন্ময় জ্ঞানের ভাণ্ডারকে ফেলে দিয়েছি।”
|