BN/711110b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমি আমার শিষ্যদের বলি, ‘এই যে কৃষ্ণ। তিনি পরম পুরুষোত্তম ভগবান। শুধু আত্মসমর্পণ করো, আর তোমার জীবন সফল হবে।’ এবং তারা তা-ই করছে। এতে কোনো কঠিন কিছু নেই; শুধু যেমন আছে তেমনই গ্রহণ করতে হবে। এটাই হল বেদের প্রামাণিকতা । তুমি একবার ব্যাখ্যা করতে শুরু করলেই, সঙ্গে সঙ্গেই তুমি মূর্খ বলে পরিগণিত হবে। তখন আর কোনো ফল থাকে না। যেমন, একজন ডাক্তার যদি বলেন: ‘এই ওষুধ এত পরিমাণে খাবে,’ আর তুমি যদি বলো: ‘না, আমি একটু কিছু যোগ করি,’ তাহলে ওষুধ কার্যকর হবে না। একইভাবে, যেমন আমি বলেছি, লবণ এত পরিমাণে নিতে হবে। তুমি না বেশি নিতে পারো, না কম নিতে পারো। এটাই বৈদিক জ্ঞান—তুমি একটি শব্দও ব্যাখ্যা করতে পারো না। যেমন আছে, তেমনই গ্রহণ করতে হবে; তাহলেই এটি কার্যকর হবে। এবং বাস্তবে তা-ই হচ্ছে। আমি খুব সাবধানে থাকি, যেন কোনো ভেজাল না হয়—আর সেই কারণেই এটি কার্যকর হচ্ছে।
711110 - Interview - দিল্লী