| সুতরাং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন প্রত্যেককে সুযোগ দিচ্ছে তার আসল জীবনের স্বরূপে ফিরে আসার—সচ্চিদানন্দ বিগ্রহ—এবং ভগবানের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করার ও তাঁর সেবায় নিজেকে নিয়োজিত করার। তখন জীবন হয়ে উঠবে অত্যন্ত আনন্দময়, চিরন্তন এবং জ্ঞানে পরিপূর্ণ। আর...পদ্ধতিটা খুবই সহজ—হরে কৃষ্ণ জপ করো, ব্যস। এমনকি একটি ছোট বাচ্চাও এই ভক্তিযোগ প্রক্রিয়া গ্রহণ করতে পারে। কোন শিক্ষা বা বিস্তৃত জ্ঞানের প্রয়োজন নেই। শুধু সম্মতি দিলেই হয়। তোমার কিছু হারাবে না, কিন্তু লাভ হতে পারে—তাহলে কেন এটি অবহেলা করবে? এটাই আমাদের আবেদন।
|