| "সবাই বেঁচে থাকবার চেষ্টা করছে ,অস্তিত্বের জন্য সংগ্রাম ,কিন্তু এক একটি জীবের ক্ষেত্রে বাঁচবার পরিস্থিতি আলাদা। এই শরীরটা উচ্চতর কৃতিত্বের দ্বারা সুখ এবং দুঃখ ভোগ করবার জন্য তৈরি করা হয়েছে। আমি বলতে পারিনা পরের জন্মে আমি এরম এবং ওরম শরীর পাবো। কিন্তু অন্য অর্থে, যদি আমি বুদ্ধিমান হয়, আমি আমার পরবর্তী শরীরটি প্রস্তুত করতে পারি। আমি আমার দেহটা প্রস্তুত করতে পারি নির্দিষ্ট গ্রহেতে বসবাসের জন্য, নির্দিষ্ট সমাজে থাকবার জন্য। এমনকি উচ্চতর গ্রহেতেও যেতে পারো তুমি। এবং যদি আমি চাই, আমার আমার দেহটাকে প্রস্তুত করতে পারি শ্রীকৃষ্ণের লোকে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবন। এটাই হল নির্দিষ্ট কর্ম। মনুষ্য দেহ অভিপ্রেত সেই বুদ্ধির জন্য, যে 'কি ধরণের দেহ আমার হবে আগামী জীবনে ?"
|