BN/740118 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

Revision as of 15:46, 18 January 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৪ Category:BN/অমৃতবিন্দু - হনলুলু {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/740118SB-HONOLULU_ND_01.mp3</mp3player>|“পাঁচ হাজা...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“পাঁচ হাজার বছর আগে এই শ্রীমদ্ভাগবত-এ কলিযুগের লক্ষণসমূহ বর্ণনা করা হয়েছে। এখন তোমরা দেখছ—‘ইতস্ততো বাসন-পান-বাসঃ-স্নান’—এখন সর্বত্র, সারা পৃথিবীজুড়ে, যুবক-যুবতীদের কোনো স্থিরতা নেই—কোথায় তারা থাকবে, কোথায় স্নান করবে, কী খাবে, কীভাবে… কিংবা কীভাবে তারা যৌনজীবন যাপন করবে—কোনো নিয়ম নেই। এগুলোই জীবনের প্রাথমিক প্রয়োজন। মানুষের অবশ্যই থাকার জন্য একটি ভালো স্থান থাকতে হবে। খাওয়ার জন্য পর্যাপ্ত ও ভালো খাদ্য থাকতে হবে। ঘুম—খাওয়া, ঘুমানো, যৌনজীবন—এগুলোই শারীরিক প্রয়োজন। সুতরাং বৈদিক সভ্যতায় এই প্রয়োজনগুলোকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে—যাতে মানুষ তার শারীরিক প্রয়োজন পূরণ করতে পারে, এবং একই সঙ্গে কৃষ্ণভাবনামৃত হয়ে উঠতে পারে ও ঘরে ফিরে যেতে পারে—ভগবদ্ধামে ফিরে যেতে পারে।”
740118 - প্রবচন SB 01.16.22 - হনলুলু