BN/740111 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 15:54, 6 January 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৪ Category:BN/অমৃতবিন্দু - লস্‌ এঞ্জেলেস্‌ {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/740111SB-LOS_ANGELES_ND_01.mp3</mp3player>|...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“পরম নিয়ন্ত্রক হলেন কৃষ্ণ— ‘ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ’ (ব্রহ্মসংহিতা ৫.১)। কৃষ্ণই সর্বোচ্চ নিয়ন্ত্রক। কৃষ্ণের উপর আর কোনো নিয়ন্ত্রক নেই। কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান— ‘গোবিন্দম্ আদি-পুরুষম্’—তিনি আদি পুরুষ। তাহলে তাঁর পিতা-মাতা কে হতে পারে? তিনি তো সকলের পিতা—পরম পিতা। ‘সর্ব-যোনিষু কৌন্তেয় সম্ভবন্তি মূর্তয়ঃ যাঃ’ (ভগবদ্‌গীতা ১৪.৪)— কৃষ্ণ বলেন, ‘সমস্ত জীবপ্রজাতিতে যত রকমের দেহ আছে, তাদের সকলেরই বীজদাতা পিতা আমি।’ অতএব কেউই কৃষ্ণের পিতা হতে পারে না। কেউ কৃষ্ণের নিয়ন্ত্রক হতে পারে না। কেউ কৃষ্ণের প্রভু হতে পারে না। কৃষ্ণই সর্বোচ্চ। ‘মত্তঃ পরতরং নান্যৎ’ (ভগবদ্‌গীতা ৭.৭)— ‘আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই।’ কিন্তু তবুও, প্রেমের কারণে তিনি নীচু অবস্থান গ্রহণ করেন। যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো… মায়াবাদী দার্শনিকরা কৃষ্ণের সঙ্গে এক হয়ে যেতে চায়—কৃষ্ণের অস্তিত্বে লীন হয়ে যেতে চায়। সেটাকেই তারা সিদ্ধি বলে মনে করে। কিন্তু বৈষ্ণব দর্শন বলে—‘কৃষ্ণের সঙ্গে এক হয়ে যাওয়াতে কী আছে? আমরা তো কৃষ্ণের পিতা হতে চাই।’”
740111 - প্রবচন SB 01.16.16 - লস্‌ এঞ্জেলেস্‌