BN/740109b - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “বেদ বলছে— ‘উত্তিষ্ঠত’—‘ওঠো, ওঠো, ওঠো!’ ‘জাগ্রত’—‘জাগ্রত হও।’ ‘প্রাপ্য বরান নিবোধত’—‘এখন তুমি এই মহামূল্যবান সুযোগ পেয়েছ। এটিকে কাজে লাগাও।’ এটাই বৈদিক বিধান— ‘উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত।’ আরও বলা হয়েছে— তমসো মা জ্যোতির্গময় —‘অন্ধকারে থেকো না, আলোর দিকে এসো।’ এই সবই বৈদিক নির্দেশ। সুতরাং আমরা একই কথাই প্রচার করছি—‘বাস্তবতা এখানে—কৃষ্ণ। এই অন্ধকারে পড়ে থেকো না। এই চেতনায় এসো।’ এটাই আমাদের প্রচার— ‘তমসো মা জ্যোতির্গময়।’” |
| 740109 - প্রাতঃ ভ্রমণ - লস্ এঞ্জেলেস্ |