BN/740109 - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “সুতরাং প্রত্যেক ভক্তকে কৃষ্ণের প্রতি—অথবা ভগবানের প্রতি—এতটাই আন্তরিক হতে হবে যে তাকে অবশ্যই কৃষ্ণের উদ্দেশ্য সম্পাদন করতে হবে। কৃষ্ণ স্বয়ং আসেন। কৃষ্ণ ভক্তরূপে আসেন। যখন তিনি স্বয়ং এসেছিলেন, তখন তিনি ভগিবানরূপে তাঁর অবস্থান প্রতিষ্ঠা করেছিলেন—ছয়টি ঐশ্বর্যসহ। এবং তিনি অর্জুনের মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন—
‘সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ’ (ভগবদ্গীতা ১৮.৬৬)। এটাই কৃষ্ণের দাবি—‘তোমরা…’ কারণ আমরা সবাই কৃষ্ণের অংশ ও অংশীভূত। আমরা কষ্ট পাচ্ছি। ‘মনঃ ষষ্ঠানী ইন্দ্রিয়াণি প্রকৃতি-স্থানি কর্ষতি’ (ভগবদ্গীতা ১৫.৭)। এই বস্তুজগতে মানসিক কল্পনার দ্বারা কেবলই এক ভয়ংকর অস্তিত্বসংগ্রাম চলছে। মনঃ ষষ্ঠানী ইন্দ্রিয়াণি—আর সেই ইন্দ্রিয়গুলোও বিপথগামী—শুধু ভোগের জন্য, ইন্দ্রিয়সংযমের জন্য নয়। মানবজীবনের অর্থ হলো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা—ইন্দ্রিয়কে উন্মুক্ত করে দেওয়া নয়, নগ্নভাবে ছেড়ে দেওয়া নয়। এটা মানবজীবন নয়। নিয়ন্ত্রণই মানবজীবনের বৈশিষ্ট্য। এইখানেই পশুজীবন ও মানবজীবনের পার্থক্য। পশু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মানবসভ্য মানুষকে অবশ্যই সেই ক্ষমতা থাকতে হবে—ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটাই মানবসভ্যতা। এটাই তপস্যা। |
| 740109 - প্রবচন SB 01.16.12 - লস্ এঞ্জেলেস্ |