BN/721016 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

Revision as of 17:14, 18 December 2025 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭২ Category:BN/অমৃতবিন্দু - বৃন্দাবন {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/721016SB-VRNDAVAN_ND_01.mp3</mp3player>|“যখন তুম...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“যখন তুমি সত্যিকার অর্থে ঈশ্বর ভাবনার প্রচারক হয়ে ওঠো, তখন কোনো রকম আপস করা যায় না। যা যেমন আছে, তা তেমনই বলতে হবে—লাঙলকে লাঙলই বলতে হবে। যেমন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বারো জন মহাজনের একজন। তিনি মহাজন হয়েছিলেন কারণ তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তিনি তাঁর দানব পিতাকে ভয় পাননি। নানা ভাবে তিনি তাঁকে উপদেশ ও তিরস্কার করেছিলেন, কিন্তু কখনোই ভীত হননি। ঠিক তেমনিভাবে, আমাদের লোকজন অস্ট্রেলিয়ায় নির্যাতিত হচ্ছে—আপনারা জানেন। শুধু হরে কৃষ্ণ প্রচার করার জন্যই তাদের জেলে পাঠানো হয়েছে। সুতরাং এটা খুব সহজ বিষয় নয়, সহজ-সরলভাবে চলার বিষয়ও নয়। আমার গুরু মহারাজ, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, কখনোই পছন্দ করতেন না যে তাঁর শিষ্যরা সহজ-সরল, সস্তা বৈষ্ণব হয়ে উঠুক।”
721016 - প্রবচন SB 01.02.05 - বৃন্দাবন