BN/711111b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

Revision as of 15:14, 11 December 2025 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭১ Category:BN/অমৃতবিন্দু - দিল্লী {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/711111R2-DELHI_ND_01.mp3</mp3player>|যদি তুমি কৃষ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদি তুমি কৃষ্ণকে সত্যিকারের বুঝতে চাও, তবে ধাপে ধাপে অগ্রসর হতে হবে—এক এক করে। প্রথমে ভগবদ্-গীতা পড়ো, তা বোঝার চেষ্টা করো, এবং কৃষ্ণ যে নির্দেশ দিয়েছেন—তাঁর কাছে আত্মসমর্পণ করো। তখনই তুমি প্রবেশাধিকার পাবে।যেমন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ কলেজে প্রবেশ করে, তেমনি যখন তুমি কৃষ্ণকে—সর্বস্ব, ‘সর্বধর্মান্‌ পরিত্যজ্য মামেকং শরণং’ (গীতা ১৮.৬৬)—এইভাবে স্বীকার করতে সক্ষম হবে, আত্মসমর্পণের যোগ্যতা অর্জন করবে, তখনই তুমি ভাগবতের জগতে প্রবেশ করবে।
711111 - কথোপকথন in English and Hindi - দিল্লী