BN/710924 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি

Revision as of 13:14, 4 December 2025 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭১ Category:BN/অমৃতবিন্দু - নাইরোবি {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/710924R1-NAIROBI_ND_01.mp3</mp3player>|আমি আমার শ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
আমি আমার শিষ্যদের বলি, ‘এই যে কৃষ্ণ। তিনিই পরম পুরুষোত্তম ভগবান। শুধু তাঁকে আত্মসমর্পণ কর, তোমার জীবন সফল হবে।’ এবং তারা তা-ই করছে। এতে কোনো কঠিন কিছু নেই—শুধু যেমন আছে তেমনই গ্রহণ করতে হবে। এটাই বেদবাণীর কর্তৃত্ব। তুমি যতক্ষণ না ব্যাখ্যা করতে শুরু করছ, ততক্ষণ ঠিক আছে; কিন্তু একবার ব্যাখ্যা শুরু করলেই সঙ্গে সঙ্গে তুমি মূর্খ হয়ে যাও। তখন আর কোনো ফল থাকে না। যেমন, একজন ডাক্তার যদি বলেন, ‘এই ওষুধ এত পরিমাণে খাবে,’ আর তুমি যদি ভাবো, ‘না, আমি একটু বেশি দিই,’ তাহলে ওষুধ কার্যকর হবে না। একইভাবে, আমি যদি বলি, লবণ এমন পরিমাপে নিতে হবে—তুমি না বেশি নিতে পারো, না কম নিতে পারো। ঠিক যেমন বলা হয়েছে তেমন। এটাই বৈদিক জ্ঞান। একটি শব্দও তুমি ব্যাখ্যা করতে পারো না। যেমন আছে, ঠিক তেমনই গ্রহণ করতে হবে—তাহলেই এটি কার্যকর হবে। এবং বাস্তবে তা-ই হচ্ছে। আমি খুব সাবধানে থাকি যেন কোনো ভেজাল না হয়, আর সেই কারণে এটি কার্যকর হচ্ছে।
710924 - কথোপকথন - নাইরোবি